হাবড়ায় নিষিদ্ধ মাদক সহ গ্রেফতার ১
নিউজ অনলাইন: উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার পুলিশ মঙ্গলবার রাতে টহলদারির সময় হাবরা থানার রুদ্রপুর বাজার থেকে উত্তম দাস নামে এক যুবককে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 5 লিটার নিষিদ্ধ কোডাইন মিকচার।
পুলিশ সূত্রে খবর, ধৃত উত্তম দাসের বাড়ি বাদুড়িয়া থানার যদুরহাটি এলাকায়। নিষিদ্ধ কোডাইন মিকচার নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করার অভিযোগ। অভিযুক্ত উত্তম দাস কে বুধবার বারাসাত আদালতে পাঠানো হয়।
No comments