এবার পাড়ার মুখে বাঁশ দিয়ে নিজেরাই ঘিরে দিল বর্ধমানের নূর আলি মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দারা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: করোনা নামক মারণ ভাইরাস সম্পর্কে বাসিন্দাদের সচেতন করতে পাড়ায় প্রবেশ করার রাস্তায় দেওয়া হলো বেড়া। কেন এই উদ্যোগ? উদ্যোগী রা জানিয়েছেন করোনা ভাইরাস এর সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে চলছে লকডাউন, তাই লক ডাউন কে মান্যতা দিতেই এই ব্যবস্থা। এই রকম এক চিত্র দেখা গেলো শহর বর্ধমানের নূরআলী মসজিদ সংলগ্ন এলাকায়।
No comments