বালুরঘাটে তৃতীয় লিঙ্গের একজনকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
শিব শঙ্কর চ্যাটার্জী, নিউজ অনলাইন: টাকা চেয়ে না পেয়ে তৃতীয় লিঙ্গের একজনকে বাঁশ দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহরের শান্তিময় ঘোষ কলোনি এলাকায়। চম্পা সরকার নামে ওই তৃতীয় লিঙ্গের ব্যাক্তির মাথায় আঘাত করার পরে তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় ব্যান্ডেজ করার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছে তৃতীয় লিঙ্গের সদস্যরা। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক।
No comments