প্রবীণ নাগরিকদের জন্য ডোর স্টেপ সার্ভিস চালু করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বালুরঘাট শাখা
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, বালুরঘাট : লক ডাউনে ব্যাংকের প্রবীণ নাগরিক গ্রাহকদের অসুবিধার কথা মাথায় রেখে ডোর স্টেপ সার্ভিস চালু করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-র বালুরঘাট শাখা। জানা গেছে এই ডোর স্টেপ সার্ভিসের মাধ্যমে ব্যাংক কর্মীরা প্রবীণ নাগরিকদের প্রয়োজন মাফিক টাকা নিয়ে পৌছে যাচ্ছেন প্রবীণ নাগরিক গ্রাহকদের বাড়ির দরজায়। যার ফলে লক ডাউন চলাকালীন টাকা তোলবার ক্ষেত্রের মত জরুরী প্রয়োজনেও ব্যাংকের প্রবীণ নাগরিক গ্রাহকদের বাড়ির বাইরে বের হওয়ার প্রয়োজন হচ্ছে না। তবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-র বালুরঘাট শাখার প্রবীণ নাগরিকদের গ্রাহকরাই এই ডোর স্টেপ সার্ভিস-এর সুবিধা পেতে পারেন বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এও জানা গেছে শুধুমাত্র বালুরঘাট শহর এলাকায় বসবাস করা ব্যাংকের প্রবীণ নাগরিক গ্রাহকদেরকেই এই আপাতত এই পরিষেবা প্রদান করা হচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-র বালুরঘাট শাখার ম্যানেজার জানিয়েছেন তারা ৬৫ ও ৭০-এর অধিক বয়সী প্রবীণ নাগরিক যারা অসুস্থ টাকা তোলবার জন্য বাড়ি থেকে বাইরে বেরোতে পারছেন তাদেরকে এই পরিষেবা দিচ্ছেন। সেই সঙ্গে তিনি এও জানান এই ডোর স্টেপ সার্ভিস প্রদানের জন্য ব্যাংকের কর্মীদের নিয়ে টিম গড়ে এই পরিষেবা প্রদান করা হচ্ছে।
No comments