হালিশহরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল
সৌভিক সরকার, নিউজ অনলাইন: বৃহস্পতিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার হালিশহর ৪ নম্বর ওয়ার্ড পুরোহিত পাড়া সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের বিজেপি কর্মী টিংকু সাহার বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমাবাজির ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই আছে বলে অভিযোগ করলেন বিজেপি কর্মী টিংকু সাহা।
এই বোমাবাজির ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে রয়েছে গোটা পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বীজপুর থানার পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি কর্মীরা যেভাবে মানুষের পাশে রয়েছে সেই জন্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে এইসব ঘটনা ঘটাচ্ছে, এমনই বললেন হালিশহরে ভাইস-চেয়ারম্যান তথা কাউন্সিলর দেবাশীষ দত্ত( রাজা)। অন্যদিকে এই অভিযোগ ভিত্তিহীন শাসক দলকে বদনাম করার চেষ্টা করছে, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দেওয়ার চেষ্টা করছে বিজেপি, মন্তব্য করলেন শাসকদলের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাউন্সিলর প্রণব লোহ।
No comments