রায়না ২ ব্লকের শ্রীরামপুরের কাইতি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গ্রামবাসীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান এর রায়না 2 ব্লকের শ্রীরামপুর এর কাইতি অঞ্চলে তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে 250 জন গ্রাম বাসির উদ্দেশ্যে ত্রাণ বিলি করা হলো। বিশ্বব্যাপী করোনা ভাইরাস এর জেরে চলেছে লকডাউন, এর জন্য অনেক মানুষই হয়ে পড়েছে বেরোজগারি। আর সেইসব অসহায় মানুষদের সাহায্য করতে এগিয়ে এলো স্থানীয় তৃণমূল কংগ্রেস এর নেতা কর্মীরা। ত্রাণ হিসাবে দেওয়া হলো চাল, ডাল, আলু, পেঁয়াজ, সোয়াবিন, সর্ষে তেল, সাবান, এবং মাস্ক। উপস্থিত ছিলেন রায়না বিধায়ক নেপাল ঘোড়ুই, কাইতি অঞ্চল সভাপতি অসীম পাল, রায়না 2 এর পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, কাইতি উপপ্রধান শেখ রবিএল সহ অন্যান্য রা।
No comments