Breaking News

এবার লকডাউনের তদারকিতে পূর্ব বর্ধমানেও ড্রোনের সাহায্যে নিল প্রশাসন

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: এবার লকডাউনের তদারকিতে পূর্ব বর্ধমানেও ড্রোনের সাহায্যে নিল প্রশাসন।শনিবার বিকালে জেলার করোনা ভাইরাসে আক্রান্ত এলাকায় প্রশাসন ড্রোন উড়িয়ে লকডাউনের প্রকৃত চিত্র বা তথ্য জোগাড় করলো।
এখানে উল্লেখ্য গত এক সপ্তাহে খণ্ডঘোষ এলাকায় দু’জনের দেহে করোনা ভাইরাসের সন্ধান মেলে।তারপরই প্রশাসন এলাকায় লকডাউন মানার ব্যাপারে কড়া ব্যবস্থা নেয়। প্রথমে এলাকার এক ব্যক্তির দেহে করোনা সন্ধান মেলে।তারপর আক্রান্ত ব্যক্তির পরিবারের এক শিশুর শরীরেও করোনা পজিটিভ ধরা পড়ে। এবার প্রশাসন আরও নড়েচড়ে বসে। তাই এদিন এলাকায় ড্রোন উড়িয়ে প্রশাসন সার্বিক অবস্থা জানা বা বোঝার চেষ্টা করে।

No comments

হালিশহর বলাকা শিশু মহল ক্লাবের পক্ষ থেকে বীজপুরের করোনা যোদ্ধাদের দেওয়া হল সম্বর্ধনা

সৌভিক সরকার, নিউজ অনলাইন: বুধবার হালিশহর বলাকা শিশুমহল ক্লাবের উদ্যোগে অভিনব প্রয়াশ দেখল গোটা বীজপুর। আমফান ঝড় ও করোনাভাইরাস প...