করোনা নিয়ে শাসক দলের নোংরা রাজনীতি বন্ধ করার দাবিতে বালুরঘাটে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপি
শিব শঙ্কর চ্যাটার্জী, নিউজ অনলাইন: বালুরঘাট ২৬ এপ্রিল ; করোনা নিয়ে শাসক দলের নোংরা রাজনীতি বন্ধ করার দাবিতে আজ বালুরঘাটে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করলো বি জেপি। লকডাউন চলার জেরে বিধি মেনে সোসাল ডিসটান্স মেন্টেন্ড করে বিজেপি অফিসের কার্যালয়ের বারান্দায় এই বিক্ষোভ কর্মসুচিতে অংশ নেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ অনান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা।
বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে শাসক দল নোংরা রাজনীতি করছে। তারা বিরোধী দলের বিশেষ করে বিজেপি সাংসদ সহ কর্মী সমর্থকদের লকডাউন করিয়ে ঘরে বসিয়ে রাখছে।অন্যদিকে তৃনমুলের সাংসদ থেকে নেতা কর্মীরা অবাধে লকডাউনের বিধি ভেংগে ঘুড়ে ঘুড়ে ত্রান বিলি করছে। তার আরও অভিযোগ শাসক দলের নেত্রী চাল চুরির পাশাপাশি লাশ ও চুরি করছে। করোনায় মৃতদের নিয়ে তাদের পরিবারদের কোন খোজ খবর দিচ্ছে না। এসবের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নির্দেশ মত পাচ কেজি চাল ও এক কেজি ডাল সরবরাহ না করার প্রতিবাদে আজ তারা দুপুর ১২ টা থেকে ১ টা লকডাউনের বিধি মেনে এই অবস্থান বিক্ষোভ করছি। পাশাপাশি রাজ্যের একজনও যাতে অভুক্ত না থাকে তার জন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়া উচিত। যদি তিনি তা না পারেন তাহলে তার এই পদে থাকার কোন অধিকার নেই বলে বালুরঘাটের সাংসদ দাবি জানান।
No comments