মানবিকতার নজির সৃষ্টি করছে বাদুলিয়া সি.জি.গ্রুপ ও দক্ষিণ দামোদর হেল্প ওয়েলফেয়ার সোস্যাইটি
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: মানবিকতার নজির সৃষ্টি করছে বাদুলিয়া সি.জি.গ্রুপ ও দক্ষিণ দামোদর হেল্প ওয়েলফেয়ার সোসাইটি। লকডাউনের পর থেকে এই দুই স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকার অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তেমনি আজ খন্ডঘোষ ব্লকের কুলচৌরা, কেউদিয়া, লতিফপুর সহ বেশ কয়েকটি এলাকার প্রায় শতাধিক দুঃস্থ পরিবারকে চাল, ডাল,আলু,নুন, তেল, মুড়ি ও সাবান বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হলো। উদ্যোক্তারা জানান লকডাউনের ফলে অসহায় হয়ে পড়া মানুষ গুলোর পাশে দাড়াতেই এই উদ্যোগ।
No comments