মদ না পেয়ে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে মৃত ২, অসুস্থ আরও ২
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন, কাঁথিঃ মদ না পেয়ে হ্যোমিওপ্যাথি ঔষধ খেয়ে মৃত্যু হল দুইজন যুবকের। অসুস্থ আরও দুইজনের কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃতরা হল কাঁথি থানার পিছাবনি ভরত দাস (১৮) ও মারিশদা শিল্লিবাড়ি এলাকায় পঙ্কজ দাস (৩২)। গুরুতর অসুস্থ্যরা হলেন গঙ্গু দাস (৩০) ও গৌতম দাস (৩৭)। জানাগেছে মারিশদা শিল্লিবাড়ি এলাকায় চারজন মিলে মদ না পেয়ে শুক্রবার দুপুরে হ্যাোমিওপ্যাথি ঔষধ খেয়ে নেয়। শনিবার বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। এরপর চারজনকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে ভর্তি করেন। ভরতকে মৃত বলে ঘোষনা করেন। সন্ধ্যা নাগাট পঙ্কজ মৃত্যু হয়। মারিশদা থানার পুলিশ পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে।পুলিশ ঔষধের শিশিটি উদ্ধার করেছে। প্রতিমা দাস বলেন এমনিতেই মদ্যপান করেন । লকডাউন এর কারণে 10-12 দিন কোথাও মদ পাওয়া যায়নি তাই এরা মদ পায়নি। শনিবার দুপুরে কোন হোমিওপ্যাথি ঔষধ দোকান থেকে চারজন ঔষধ সংগ্রহ করে নেশারজন্য সেবন করে।বাড়িতে থাকাকালীন চারজনই আরও অসুস্থ হতে থাকে।এখনও পর্যন্ত এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং দুজনের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
No comments