লকডাউনের বিধিকে তোয়াক্কা না করে গণেশ বন্দনায় মেতে উঠল বালুরঘাটের বেশ কিছু ব্যাবসায়ী
শিব শঙ্কর চ্যাটার্জী, নিউজ অনলাইন, বালুরঘাট: করোনার সক্রমন ছড়িয়ে পড়া রুখতে কেন্দ্র কিংবা রাজ্য যতই লকডাউন বিধি মেনে চলার আবেদন জানাক না কেন। বাঙালি আছে সেই বাঙালিতেই। পয়লা বৈশাখের প্রথা মেনে ব্যবসায়িক প্রতিষ্ঠানে লকডাউনের বিধি উড়িয়ে দিয়ে গনেশ বন্দনায় মেতে উঠতে পিছপা হলনা বালুরঘাট শহরের বেশ কিছু ব্যবসায়ী।
যদিও ব্যবসায়ী মহলের দাবি বছরের এই দিনটি শুভ হিসেবে মেনেই প্রত্যেকবারের মত এবারো লকডাউনের চলাকালিন পুজা করতে বাধ্য হচ্ছেন তারা।তাদের দাবি করোনা চলে যাবে কিন্তু ব্যবসা বজায় থাকবে। তাই কিছুতেই এই দিনটিতে তারা পুজো না করে থাকতে রাজি নন। যদিও ক্যামেরার সামনে এই নিয়ে কেউ মুখ খুলতে রাজি নয়।
যদিও বালুরঘাট জেলা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক রঞ্জন কুমার মুস্তাফির দাবি সরকার করোনা ঠেকাতে যে পদক্ষেপ গ্রহন করেছে তা নিজেদের প্রয়োজনেই মেনে চলা উচিত। তিনি আরও বলেন এখন করোনা হচ্ছে আসল সমস্যা। ঠাকুর তো মনের মধ্যে সবার আছেই করোনার সাথে যুদ্ধে জিততে গেলে এসব কিছুকে দূরে সরিয়ে রাখাই শ্রেয়। সোসাল ডিসটান্স মেনে চলাই উচিত।
No comments