কোলাঘাট ব্লকের আশুরালী গ্রামে বিজেপির উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: বুধবার বিকেলে কোলাঘাট ব্লকের আশুরালী গ্রামে বিজেপির উদ্যোগে আয়োজন করা হলো করোনা সম্পর্কে সচেতনতা শিবির ও দুঃস্থমানুষদের খাদ্যদ্রব্য বিলি।এদিন আশুরালী সহ আঁড়োর,পাইকপাড়ি,সাহাপুর এলাকার দুঃস্থ ৩০০ মানুষজনদের এই খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিবেক চক্রবর্তী,দেবব্রত পট্টনায়েক,বাপ্পাদিত্য মাইতি,অমল মাইতি,শ্যামল পাল সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব।
No comments