করোনা মোকাবিলায় কলম ছেড়ে এবার সমাজসেবায় নিজেদের নিয়োজিত করলেন কিছু সাংবাদিক
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: বিভিন্ন স্থান, ক্ষেত্র, বিষয় ইত্যাদি কে ঘিরে বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ সংগ্রহ সহ নানা ধরণের তথ্য সংগ্রহ পূর্বক সংবাদ কিংবা প্রতিবেদন রচনা করে সংবাদ মাধ্যমে এবং গণমাধ্যম এ প্রেরণ করার মতো গুরু দায়িত্ব নিয়ে থাকেন সাংবাদিক রা। সাংবাদিক রা যে প্রতিনিয়ত সমাজের বেসুমার অন্যায় -অনাচার এর খবর তুলে ধরে প্রচার করে চলেছেন তার কথা বলাই বাহুল্য। খাতা কলম ছেড়ে এবার নজির গড়লেন সমাজের দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে। পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলের অন্তর্গত তোরকোনা গ্রামের বাসিন্দা পঞ্চানন দত্ত তার জমানো পেনশন এর অর্থ থেকে গ্রাম বাসির হাতে তুলে দিলেন চাল এবং তেল। এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল পাক্ষিক পত্রিকার রাজ্য সভাপতি বৈদ্যনাথ কোনার, ব্লক তৃণমূল কংগ্রেস এর কার্যকরী সভাপতি শ্যামল দত্ত, সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন এর সম্পাদক সফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক প্রভাত সরকার, ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকের ডিরেক্টর মলয় ঘোষাল, কৈয়র গ্রাম পঞ্চায়েত প্রধান আগমনী চক্রবর্তী (দলুই ) সহ সাংবাদিক বন্ধুরা।
No comments