ক্রেতারা মাস্ক না পড়লে বাজার করা যাবে না, বিক্রেতারাও মাস্ক না পড়লে গ্রেফতার করার হুঁশিয়ারি টেকনো সিটি থানার পুলিশের
সৌভিক সরকার, নিউজ অনলাইন: নিউটাউন শাপুরজি মার্কেটে মাক্স না পড়লে বাজার করা যাবে না এবং বিক্রেতাদের উদ্দেশ্যেও বলা হচ্ছে তারাও যাতে সবাই মাস্ক ব্যবহার করে। সেই কথা অমান্য করলে প্রয়োজনে গ্রেপ্তার করা হবে মাইকিং করা হচ্ছে টেকনো সিটি থানার পুলিশের পক্ষ থেকে। সাপুরজি বাজার সহ বিভিন্ন বাজারে এভাবেই নজরদারি চালাচ্ছে টেকনো সিটি থানার পুলিশ। এখানে মানুষকে দেখা যাচ্ছে একদিন অন্তর বাজার করতে আসতে জিজ্ঞেস করলে জানায় বাড়িতে ফ্রিজ খারাপ থাকার জন্য বাজারে আসতে হচ্ছে। এছাড়া পয়লা বৈশাখের দিনে বাঙালি মাছ মাংস খাবে না তা তো হয় না এমনই কথা শোনা গেল। কেউ কেউ তো মাক্স না পড়েই বাজারে চলে এসেছে পুলিশ দেখে পিছু হটছে। এছাড়া টেকনো সিটি থানা পুলিশের পক্ষ থেকে নিয়ম করা হয়েছে সকাল ন'টা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত দোকান খোলা থাকবে এরপর খোলা থাকলে ব্যবস্থা নেবে পুলিশ।
No comments