ভাটপাড়ায় করোনা আক্রান্ত বৃদ্ধ, সিল করে দেওয়া হল ৮ নম্বর ওয়ার্ড
নিউজ অনলাইন: এবার করোনা আক্রান্তের খোঁজ মিলল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ৮ নং ওয়ার্ডের ৫ নং গলিতে। এখানে এক বৃদ্ধের শরীরে করোনা সংক্রমণের খোঁজ মেলায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই বৃদ্ধ বর্তমানে বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন। পুরসভার তরফ থেকে এলাকাটি সিল করে দেওয়া হয়েছে। এবং কাউকে এলাকা থেকে বেরোতে বা কাউকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছেনা। সকলের বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পুর প্রশাসনের তরফে। ভাটপাড়া পুরসভার উপ পুরপ্রধান মকসুদ আলম জানিয়েছেন, " আতঙ্কিত হওয়ার কিছু নেই, পুরসভার এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকা গুলো বারবার সানিটাইজ করার কাজ চলছে। সকলে বাড়িতে থাকুন, লকডাউন মেনে চলুন। রাজ্য সরকার আপনাদের যে কোনো বিপদে আপনাদের পাশে আছে।"
No comments