বীজপুরে লকডাউনে সাধারণ মানুষের পাশে সিপিআইএম
রুমিতা সিংহরায় নিউজ অনলাইন: বিজপুর বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়ায় ১০ নং ওয়ার্ডে CPIM এর পক্ষ থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া সমস্ত মানুষদের হাতে ১দিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী যেমন চাল, ডাল, আলু, নুন, সয়াবিন, তেল তুলে দেওয়া হয়। কোনোরকম রাজনৈতিক ভেদাভেদ না করে এই সংকটজনক পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে পেরে CPIM এর কর্তৃপক্ষ খুবই খুশি। সেখানকার মানুষ তাদের এই উপকারে খুবই আপ্লুত। তারা জানান লোকডাউন চলাকালীন আবারও যদি কারোর কোনো সমস্যা হয় তারা এভাবেই এগিয়ে আসবেন এবং সমস্ত প্রক্রিয়াটি তারা social distancing মেনেই করবেন বলেই জানিয়েছেন।
No comments