লকডাউন চলছে মানুষের জন্য, কিন্তু এনাদের আটকাবে কে!
নিউজ অনলাইন: লকডাউনের জন্য সকলেই গৃহবন্দী। এরকম সময় আচমকা বাড়ির উঠানে বিশাল চন্দ্রবোরা সাপ দেখে আতঙ্কে এলাকাবাসী। ঘটনাটি নারায়নপুর কালিপার্ক ইউনাইটেড ক্লাবের সামনে। পুজোর বাসন মাজার সময় গৃহকত্রীর নজরে আসে কিছুটা দূরে বিশাল চন্দ্রবোরা সাপ। তাঁর চিৎকারে বাড়ির সকলেই ঘর থেকে বেরিয়ে আসে। চিৎকার চেঁচামেচিতে আশেপাশের মানুষও ছুটে আসে। এলাকায় আতঙ্ক ছড়ায়। গৃহ কর্তা গৌর প্রামানিক ও তাঁর ভাই তরুন প্রামানিক অনেক চেষ্টা করে ধরে ফেলে সাপটিকে। বস্তাবন্দী করে খবর দেয় নারায়নপুর থানায়। বন দফতরের কর্মীদের খবর দেয় পুলিশ। ঘটনাস্থলে নারায়নপুর থানার পুলিশ আসে। কিছুক্ষনের মধ্যে পৌচ্ছায় বন দফতরের কর্মীরা। সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় তারা। প্রায় সাড়ে চার ফুটের চন্দ্র বোরা সাপ এর আগে কখনও দেখা যায়নি এলাকায় এমনই দাবি এলাকাবাসীর।
No comments