দেওয়াল লিখনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে সচেতনতার বার্তা তুলে ধরল একদল তরুণ তরুণী
নিউজ অনলাইন: একদল প্রানোচ্ছল তরুণ তরুণী ও তাদের অরাজনৈতিক সংগঠন ইয়ং জেনারেশন অফ বারাসাত। সংগঠনের শদুয়েক তরুণ তরুণী, ছাত্র ছাত্রী প্রচারবিমুখ হয়ে নিরলস কাজ করে চলেছে কোভিড 19 মোকাবিলায়। লক ডাউনের প্রথম দিন থেকেই হোয়াটস্যাপ গ্ৰুপ করে নিজেদের মধ্যে কো-অর্ডিনেশন রেখে আর্ত এবং বয়স্ক মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন । মানুষের সেবায় তাঁরা পৌঁছে দিচ্ছেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ওষুধ। এবার বারাসাতের তরুণ প্রজন্ম মানুষকে গৃহমুখী করার সচেতনতা তৈরি করতে দেওয়াল লিখনের পন্থা নিল। রবিবার তারা নিজেদের ব্যাপৃত রাখল সচেতনতা কর্মসূচির প্রাথমিক ধাপ দেওয়াল লিখনে। তাঁদের সাফ বক্তব্য, তাঁরা মানুষের সেবা প্রচার করে করবেন না। কিন্তু করোনা মোকাবিলায় মানুষ যেন ঘরে থাকেন সহ সচেতনতার বার্তা তাঁরা প্রচার করবেন। লক্ষ্য মানুষ যেন সুস্থ থাকে, সংক্রমণ যেন না ছড়ায়।
No comments