লকডাউনের মধ্যে অকালে চলে গেল একটি প্রাণ
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
উত্তর জেলা 24 পরগনা হাবরা থানা অন্তর্গত হাটথুবা বছর ত্রিশের অরুনোভ সরকার কর্মসূত্রে ব্যাঙ্গালোর থাকতো, লকডাউন এর কিছুদিন আগে সে বাড়ি ফেরে ,বাবা-মা তাকে আর ছাড়তে চায়নি দূরে কোথাও কাজের জন্য। তাই সে নতুন করে একটা ব্যবসা আরম্ভ করতে চেয়েছিল ,তার জন্য বাড়ির দোতলায় ঘর তৈরি করছিল।
সেখানে ঘটে যায় এই বিপত্তি, পরিবারের কাছ থেকে জানা যায়, লকডাউন এর জন্য কোন লেবার মিস্ত্রী কাজ না করায় সে নিজে কাজ করছিল, সেই সময় ঘটে যায় দুর্ঘটনা।সঙ্গে সঙ্গে তার বাবা ও প্রতিবেশীদের সহযোগিতায় হাবরা স্টেট জেনারেল হসপিটালে নিয়ে আসে। ডাক্তার বাবু প্রাথমিক পরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করে ।এই দুর্ঘটনায় পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে
No comments