তমলুক থানায় পুলিশ কর্মীদের শুরু হল থার্মাল স্ত্রিনিং
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: করোনা ছড়াচ্ছে রাজ্যে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও।প্রতিনিয়ত পরিস্থিতির ওপর নজরদারী চালাচ্ছে প্রশাসন।তাই শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে তমলুক থানায় শুরু হল থার্মাল স্ত্রিনিং।পুলিশ সূত্রে খবর,এদিন তমলুক থানার অফিসার থেকে শুরু করে থানার রাঁধুনি পযর্ন্ত সকলেই থার্মাল স্ত্রিনিং করা হয়।তাছাড়া করোনাভাইরাস মোকাবিলার জন্য মূলত এই কর্মসূচি গ্ৰহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।
No comments