Recent comments

ads header

Breaking News

নারায়নপুর কাদিহাটি আদিবাসী পাড়ার মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিল বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্মীরা


নিউজ অনলাইন: বিধাননগর কমিশনারেটের
নারায়ণপুর থানা ও এয়ারপোর্ট ট্রাফিক পুলিশের উদ্যোগে  থেকে নারায়ণপুর থানা এলাকার কাদিহাটি বীরশা মুন্ডা পল্লীর বাসিন্দাদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। এই এলাকায় প্রায় ৯৫ ঘর আদিবাসী সম্প্রদায়ের পরিবারের বাস। প্রত্যেকের জীবন জীবিকা দিনমজুর ও লোকের বাড়িতে পরিচারিকার কাজ। ২১ দিনের লকডাউনের জন্য তাঁরা গৃহবন্দী। দিন আনা দিন খাওয়া মানুষের পাশে এগিয়ে আসল নারায়নপুর থানা ও এয়ারপোর্ট ট্রাফিক পুলিশ। আদিবাসী পরিবারের মানুষের হাতে চাল, ডাল, আলু,পিঁয়াজ, তেল, সাবান সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিলেন নারায়নপুর থানার আইসি তুষার কান্তি সরদার ও এয়ারপোর্ট ট্রাফিক ইন্সপেক্টর সুশান্ত মন্ডল।

No comments