Recent comments

ads header

Breaking News

খন্ডঘোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েতের অধীন তোড়কোনা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েতের অধীন তোড়কোনা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এলাকার দুস্থ অসহায় ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল।
এলাকার 305 টি পরিবারকে  4 কেজি চাল, দু কেজি আলু, লবণ, সাবান সহ বেশকিছু পরিবার এর হাতে মাক্স তুলে দেওয়া হলো।  খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামল কুমার দত্ত বলেন সারা বিশ্বের প্রায় সমস্ত দেশগুলিতে করোনায় আক্রান্ত মানুষ।
করোনার প্রকোপ থেকে সকলকে বাঁচাতে সারা দেশে চলছে লকডাউন। এর প্রভাব পরেছে পশ্চিমবঙ্গতেও। এর ফলে দুস্থ এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলো  অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।
তাদের কথা ভেবেই আমাদের এই উদ্যোগ।উপস্থিত ছিলেন গলসি বিধানসভার বিধায়ক অলক কুমার মাঝি, কৈয়ড় গ্রাম পঞ্চায়েতের প্রধান আগমনী চক্রবর্তী(দলুই), উপপ্রধান সেখ শাজাহান, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল কুমার দত্ত সহ বিভিন্ন গ্রামের পঞ্চায়েত সদস্য সহ এলাকাবাসীরা।

No comments