জগদ্দলে পুকার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
সৌভিক সরকার, নিউজ অনলাইন: সারা বিশ্ব তথা সারা দেশ জুড়ে করোনা আতঙ্ক জাঁকিয়ে বসেছে। আর তার সাথে দিনে দিনে পাল্লা দিয়ে বাড়ছে লকডাউনের সময়সীমাও। এি লক ডাউনের জেরেই সমস্যায় পড়েছেন কিছু শ্রেনীর মানুষ। যারা দিনমজুর তারাই একমাত্র সমস্যায় পড়েছেন। আর তাদের কথা ভেবেই সাহায্যেএগিয়ে এলো জগদ্দল সুনদিয়ার পুকার ফাউন্ডেশন। জগদ্দল সুন্ধিয়ার পুকার ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ মানুষ জনদের আজ চাল, ডাল আলু বিরতণের কাজ করা হল। মোট ২০০ জনকে এই চাল,ডাল আলু বিতরণ করা হলো।
No comments