Recent comments

ads header

Breaking News

করোনা সংক্রমণ প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে কঠোর অবস্থান নিল বর্ধমান পুলিশ

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: করোনার সংক্রমণ প্রতিরোধ এবং সচেতনতা বাড়াতে কঠোর অবস্থান এ বর্ধমান পুলিশ এবং ম্যাজিস্ট্রেট। পুলিশ ও টাস্ক ফোর্স এবং ম্যাজিস্ট্রেট দের যৌথ প্রচেষ্টায় চললো বর্ধমান এলাকা পরিদর্শন। যেসব গুরুত্বপূর্ণ বিষয় গুলিকে সামনে রেখে ধারাবাহিক ভাবে নজরদারি চালানো হলো, সেগুলি হলো জরুরি পরিষেবা ছাড়া সাধারণ মানুষ বাইরে বেরোচ্ছে কিনা, রাস্তায় কোনো প্রকার জটলার স্তর আছে কিনা, গাড়ি বিশেষ প্রয়োজন ছাড়াই বাইরে বেরোচ্ছে কিনা, সরকার নির্ধারিত সময়ের বাইরে মুদিখানা ও মিষ্টির দোকান খুলে রাখার সময়সীমা, সর্বোপরি ব্যাংকের পরিষেবা ও সবজি বাজারের সামাজিক দূরত্ব ঠিকঠাক বজায় রাখা হচ্ছে কি না। 
করোনাভাইরাস মোকাবিলায় ঘরে থাকাই একমাত্র হাতিয়ার বলে বারবার সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং প্রশাসনিক কর্তারা। তারপরেও লকডাউন এর নির্দেশ ঠিকমতো পালন করছেন না বহু মানুষ, সেই কারণকেই সামনে রেখে নজরদারি চালাতে বাধ্য হচ্ছেন প্রশাসনিক কর্তা ব্যাক্তিরা। উপস্থিত ছিলেন শ্রী সৈকত হাজরা w. B. C. S (Exe ), ফইআজ আহমেদ  WBCS (Exe ), শ্রী বিপ্লব মন্ডল  WBCS (Exe ), এছাড়াও টাস্ক ফোর্স এ কৃষি বিপনন, খাদ্য ও পরিবহন দপ্তরের আধিকারিক এবং কর্মীরা।

No comments