দুস্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল দুই ভাই
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান এর, পহলানপুর গ্রাম পঞ্চায়েত এর অধীন বিনোদপুর গ্রামে, নিজের দাদুর মৃত্যুবার্ষিকীতে ব্যাক্তিগত প্রচেষ্টায় ত্রাণ বিতরণ এ এগিয়ে এলেন অভিজিৎ মন্ডল এবং পরেশ মন্ডল নামে দুই ভাই। লকডাউন এর মতো কঠিন পরিস্থিতির সন্ধিক্ষনে দিন আনে দিন খায়, খেটে খাওয়া মানুষরা পড়েছে আর্থিক সংকটে। সেইরকম মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্য করতেই দুই ভাই এর এই উদ্যোগ।ত্রাণ হিসাবে তারা তুলে দেয় চাল, ডাল, আলু, সয়াবিন, এবং একটি করে মাস্ক। মানবিক দুই ভাইয়ের এইরকম কার্যকলাপে গ্রামবাসীরা খুশি।
No comments