কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকের অন্তর্গত কুমারপুর গ্রামে, কুমারপুর রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে, এই ট্রাস্টের সম্পাদক কাজী শাহনওয়াজ এর উদ্যোগে একটি করে থামসআপ এর বোতল তুলে দেওয়া হলো। কুমারপুর গ্রামের প্রায় প্রতিটি পরিবারের একজন করে সদস্যের হাতে তুলে দেয়।
No comments