পূর্ব মেদিনীপুরের মাতঙ্গীনি ব্লকের শান্তিপুর ১ গ্রামপঞ্চায়েত প্রধানের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ শহীদ মাতঙ্গীনি ব্লকের শান্তিপুর ১ গ্রামপঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে ত্রানসামগ্রী তুলে দিলেন শান্তিপুর ১ গ্রামপঞ্চায়েতের প্রধান সেলিম আলি।আজ চিমুটিয়া,বড়গাছিয়া সহ বিভিন্ন গ্রামে এই ত্রানসামগ্রী তুলে দেন।সেলিম বাবু জানান,মেচেদা এলাকায় বিভিন্ন সমাজসেবীদের উদ্যোগে এই ত্রানসামগ্রীর ব্যবস্থাগ্রহন করা হয়েছে।শুধুমাত্র শান্তিপুর ১ গ্রামপঞ্চায়েত নয়,পার্শ্ববর্তী পঞ্চায়েত এলাকাতেও এই ত্রানসামগ্রী তুলে দেওয়া হশেছে।আগামী ২০ তারিখ পর্যন্ত এই ত্রানবিলি চলবে বলে জানান পঞ্চায়েত প্রধান সেলিম আলি।
No comments