লকডাউনের মধ্যে বালুরঘাটের বোল্লা গ্রামে উদ্ধার এক ব্যক্তির ক্ষত বিক্ষত দেহ, পরে হাসপাতালে মৃত্যু
শিব শঙ্কর চ্যাটার্জী, নিউজ অনলাইন: লক ডাউনের মাঝেই বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের বোনহাট এলাকায় উদ্ধার এক ব্যক্তিকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করল স্থানীয়রা। রবিবার বালুরঘাট হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। চিকিৎসারত অবস্থায় মারা যান ওই ব্যক্তি। মৃতের নাম বিমল রায়। পরিবার অভিযোগ খুনের। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।পরিবার সূত্রে আরো জানা গেছে রবিবার সকালে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে বোল্লার গুরাপুকুর এলাকায় একটি পুকুরের পারে ক্ষতবিক্ষত পরে থাকতে দেখে। বিষয়টি নজরে আসতেই পরিবারকে খবর দেয় স্থানীয়রা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পরিবারের লোকেরা। সকালবেলা উদ্ধারের সময় জ্ঞান থাকায় তড়িঘড়ি উদ্ধার করে বিমলবাবুকে ভর্তি করা হয় বালুরঘাট জেলা সদর হাসপাতালে। তবে চিকিৎসারত অবস্থায় সকাল ন'টার দিকে তিনি বালুঘাট হাসপাতালে মারা যান।
No comments