Breaking News

লকডাউনের জেরে মারিশদা থানার কালীনগরে ঢালাই এর কাজে এসে আটকে বর্ধমান এর আট শ্রমিক

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার কালীনগর এ ঢালাই এর কাজে এসেছিল বর্ধমান এর আট জন শ্রমিক। কাজ ভালোই চলছিল কিন্তু বাধা হয়ে দাঁড়ায় লকডাউন। আটকে পড়ে সবাই। কাছে যা টাকা ছিল সেই দিয়ে চলছিল কয়েকদিন। কিন্তু তারপরেই টাকা শেষ হয়ে যাওয়ায় খাওয়ার জুটছিল না কারও। শেষে সবাই সিদ্ধান্ত নেয় পায়ে হেঁটে বর্ধমান পাড়ি দেবে। কিন্তু মাঝপথে নন্দকুমার থানার 116 বি জাতীয় সড়কে পুলিশ আটকায় সবাইকে। নিয়ে আসা হয় নন্দকুমার থানায়। থানায় পুলিশের তরফ থেকে রাতে খাওয়ার ব্যবস্থাও করা হয় এদের। বর্ধমানে কিভাবে ফেরানো যায় ব্যবস্থা করছে পুলিশ।

No comments