Recent comments

ads header

Breaking News

হলদিয়ার দুর্গাচক থানার শালুকখালিতে ইটভাটায় ধস নেমে মৃত ১, আহত ১

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: হলদিয়ার দুর্গাচক থানার শালুক খালিতে কয়েকদিন ধরে একটি ইটভাটায় কাজ চলছিল। গতকাল রাতে বিহার থেকে থেকে কাজে আসা ইটভাটার দুই শ্রমিক কাজ করার সময় হঠাৎ দেওয়াল এ ধ্বস নামে। ধ্বস এ চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় 1 জনের আশঙ্কাজনক আরও 1 । সবাইকেই হলদিয়া মহকুমা হাসপাতালে আনা হয়। আশঙ্কাজনক এর চিকিৎসা চলছে। নাম জানা যায়নি। দুর্গাচক থানার পুলিশ তদন্তে নেমেছে।

No comments