ভবঘুরেদের দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থা করলো জঁফুলি জুনিয়র একাদশ ক্লাবের সদস্যরা
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: রাস্তায় ভবঘুরেদের দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থা করলো জঁফুলি জুনিয়র একাদশ ক্লাবের সদস্যরা।আজ দুপুরে দেউলিয়া,কোলাঘাট,মেছেদা এলাকার ১০০ জন দুঃস্থ ও ভবঘুরেদের আহার রাস্তায় রাস্তায় পৌঁছে দেয়।এতদিন এই সংস্থা স্থানীয় এলাকায় খাদ্যদ্রব্য দিয়েছিলো।আজ থেকে ভবঘুরেদের রান্নাকরা খাবার পৌঁছে দিল সদস্যরা।
No comments