Recent comments

ads header

Breaking News

বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরুপ চক্রবর্তীর নেতৃত্বে বাঁকুড়া পৌরসভার ২৪ টি ওয়ার্ডে খাদ্যদ্রব্য বিতরণ করা হলো

জয় জীবন গোস্বামী, নিউজ অনলাইন, বাঁকুড়া :
এই মুহূর্তে গোটা বিশ্বে আতঙ্কের আরেক নাম নোবেল করোনাভাইরাস । ইতিমধ্যেই দেশে 199 জন মানুষ মারা গিয়েছে আক্রান্ত পাঁচ হাজারের বেশি মানুষ । আর সে কারণেই করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য দেশজুড়ে চলছে লকডাউন । 130 কোটি সাধারণ মানুষ গৃহবন্দি হয়ে রয়েছেন । এইরকম কঠিন পরিস্থিতিতে সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষগুলোকে । যদিও রাজ্য সরকার সর্বতোভাবে রাজ্যের সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন । ইতিমধ্যেই রাজ্যের তরফে বিনামূল্যে রেশন প্রদান শুরু হয়েছে ফলে উপকৃত হচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ । 

কিন্তু এতসবের পরেও আরো বেশি করে যাতে সাধারণ মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করা যায় সে বিষয়ে রাজ্য সরকার বদ্ধপরিকর । আর তাই রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বাঁকুড়া জেলায় সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য পাঠিয়েছিলেন । আজ সেই খাদ্যসামগ্রী বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী নেতৃত্বে বাঁকুড়া পৌরসভার 24 টি ওয়ার্ডে বিতরণ করা হলো । এরফলে উপকৃত হবে পৌরসভার দীন-দরিদ্র সাধারণ মানুষগুলো ।  তৃণমূল নেতৃত্বের এই উদ্যোগে খুশি সকলে ।


No comments