কাঁপা সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির
সৌভিক সরকার, নিউজ অনলাইন: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাঁপা সাব ট্রাফিক গার্ড এর উদ্যোগে আয়োজিত হল ব্লাড ডোনেশন ক্যাম্প। এই ব্লাড ডোনেশন ক্যাম্পের শুভ সূচনা করলেন ব্যারাকপুর কমিশনারেটের ডিসি ট্রাফিক আইপিএস বিশ্বজিৎ মাহাতো। এছাড়া উপস্থিত ছিলেন কাঁপা সাব ট্রাফিক গার্ডের ওসি হিতুলাল সরকার এ এস আই প্রশান্ত ঘটক ও এ এস আই প্রদীপ সরকার সহ অন্যান্য পুলিশকর্মীরা। এই ব্লাড ডোনেশন ক্যাম্পে 30 জন রক্তদাতা রক্ত দেয়।
No comments