করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিল কোলাঘাট ব্লকের জঁফুলি অগ্রগামী সংঘের সদস্যরা
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের জঁফুলি অগ্রগামী সংঘের উদ্যোগে করোনা সম্পর্কে মানুষকে সচেতনতার উদ্দেশ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন জঁফুলি সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের৷ মানুষজনদের নিয়ে চলে করোনা নিয়ে সচেতনতা শিবির।এই ভয়াবহ সময়ে বাড়িতে থেকে কিকি নিয়মবিধি মানা উচিত এই সম্পর্কে চলে আলোচনা সভা।তবে সম্পর্ন নিয়ম বিধি ও দূরত্বমেপেই এই সচেতনতার অনুষ্ঠানটি করা হয়।এছাড়া এদিন এই ক্লাবের পক্ষ থেকে মূখ্যমন্ত্রীর ত্রানতহবিলে ১২ হাজার টাকা তুলে দেওয়া হয়।এছাড়াও এদিন কয়েকটি গ্রামের প্রায় ২৫০ দুঃস্থ মানুষজনদের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
No comments