লকডাউনের কারণে জনশূন্য ধর্মরাজের গাজন তলা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: অক্ষয় তৃতীয়ার দিন থেকেই পূর্ব বর্ধমানের রায়ান গ্রামে ধর্মরাজ গাজনের সূচনা অর্থাৎ ঘট তোলা হয় কিন্তু এখন চারিদিকে চলছে করোনা ভাইরাসের আতঙ্ক তাই এবারের ধর্মরাজের গাজন প্রশাসনের নির্দেশে খুব ছোট করে করতে হচ্ছে পূর্ব বর্ধমানের রায়ান গ্রামে। শুধুমাত্র সেবাইত ,ব্রাহ্মণ ঢাকি এবং সহযোগী দিয়েই গাজন উৎসবের সূচনা হচ্ছে এই ধর্মরাজ ঠাকুরের। যে ধর্মরাজের গাজন তলা গমগম করত লোকে লোকারণ্য আজ সেই গাজন তলা জানিয়ে দিচ্ছে বিশ্বব্যাপী লকডাউন।
No comments