বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের সগরাই বাজারে চলছে পুলিশের নাকা চেকিং
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: লকডাউন পদ্ধতি কিছুটা শিথিল করেছে সরকার। শহরে ও গ্রামে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় দোকান ও
খোলার অনুমতি দেওয়া হয়েছে। আর এই সুযোগ কে কাজে লাগিয়ে বেশ কিছু ব্যাবসায়ী তাদের পণ্যবাহী ও যাত্রীবাহী পরিষেবা এর জন্যে সরকারি অনুমতি ছাড়াই নেমে পড়েছে। আজ পূর্ব বর্ধমান জেলা পুলিশ এর উদ্যোগে চলছে নজরদারি। বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের সগরাই বাজারে চলেছে নাকা চেকিং।
No comments