কোন্নগর ফ্রেন্ডস ইউনিটের পক্ষ থেকে চাল, ডাল ও প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হল এলাকার কিছু দিন মজুর পরিবারের হাতে
নিউজ অনলাইন: দেশের এই সংকটময় পরিস্থিতিতে কোন্নগর ফ্রেডন্স ইউনিটের পক্ষ থেকে কোন্নগরের কিছু দিনমজুর মানুষদের অত্যাবশ্যক জিনিস চাল,ডাল,আলু প্রদান করা হলো এবং পথের অভুক্ত জীবজন্তুর পাশেও থাকা হলো। ফ্রেন্ডস ইউনিটের সকল সদস্যদের বক্তব্য , তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার অন্যান্য মানুষও এই সমস্ত পিছিয়ে পড়া মানুষদের পাশে এসে দাঁড়াবে। এবং সকলে মিলে একে অপরের পাশে থেকে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো বলে আশা রাখি, এমনটাই জানালেন সংগঠনের এক সদস্য।
No comments