বারাসাতে তিনদিন মাছের আড়ত বন্ধ থাকার পর পুনরায় খুললে দেখা গেল আবার সেই চেনা ভিড়
নিউজ অনলাইন: লকডাউনে তিনদিন আড়ত বন্ধ রাখার পর খুলে দেওয়া হল বারাসাত চাঁপাডালি মোড় সংলগ্ন মাছের আড়ত। আড়ত খুলতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ কে উপেক্ষা করে ভীড় জমাতে শুরু করলো মাছ ব্যবসায়ীরা। ফলত করোনা ছড়ানোর আশংকা নতুন করে দেখা দিয়েছে। নূন্যতম দূরত্ব বজায় না রেখেই উদাসীনের ও অবোধের মত আড়তে ভীড় জমাচ্ছে, এই সংকটের সময় মাছ কিনে ব্যবসা করে বেশি মুনাফার জন্য। মৎস্য আড়তদার সমিতির সম্পাদক সুশান্ত চক্রবর্তী জানান লকডাউন ঘোষনার পর তারা তিনদিন আড়ত বন্ধ রেখেছিলেন। পরবর্তী ক্ষেত্রে সমস্ত পাইকেড়ি বাজার, আড়ত খোলা থাকায় তারাও আড়ত খুলেছেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশিকার একটি ক্যাসেট বাজিয়েই নিজেদের কর্তব্য শেষ করেছেন। একজায়গায় বহু মানুষের সমাগম আটকানোর কোন ব্যবস্থা বা আড়তের পক্ষথেকে নজরদারি বা পুলিশের কোন উপস্থিত দেখা যাচ্ছে না। ফলে আড়তে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ না করলে সেখান থেকে করোনা সংক্রমণ ছড়াতে পারে বলে বিশেষজ্ঞদের দাবি।।
No comments