Recent comments

ads header

Breaking News

লকডাউনের জেরে শিমলা কালি বাড়িতে আটকে একদল বাঙালী পর্যটক

নিউজ অনলাইন: লকডাউন এর জেরে শুধুমাত্র চিকিৎসা করাতে গিয়ে নয় বেড়াতে গিয়েও বহু হাওড়ার বাসিন্দা দেশের বিভিন্ন প্রান্তে  আটকে পড়েছেন। গত 20 মার্চ হাওড়া আন্দুল থেকে 8 জনের একটি দল সিমলা পৌঁছায়। ফেরার টিকিট ছিল সাতাশে মার্চ। 22 মার্চ থেকে  থেকে লকডাউন ঘোষণা হওয়ার ফলে তারা ট্রেনের এবং প্লেনের টিকিট কেটে বাড়ি ফেরার চেষ্টা করলেও তা বাতিল হয়ে যায়। ফলে চরম অনিশ্চয়তার মুখে পড়েন। হোটেল মালিক তাদেরকে হোটেল ছেড়ে দিতে বলেন। পরে পুলিশের সহযোগিতায় সিমলা কালিবাড়িতে তারা থাকছেন। এদিকে পকেটের পয়সাও প্রায় শেষ। এই প্রচন্ড ঠান্ডায় বাচ্চাদের নিয়ে চরম বিপাকে পড়েছেন। একইভাবে জেলার অন্যপ্রান্ত থেকেও প্রচুর মানুষ দেশের বিভিন্ন প্রান্তে আটকে আছে। তারা সকলেই বাড়ি ফিরতে চান। রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন এইসব বাঙালি পর্যটকদের যাতে দুর্ভোগ কমানো যায় সেজন্য তারা গোটা বিষয়টি রাজ্য সরকারের নজরে এনেছেন। আধিকারিকরা ওই সব রাজ্যের আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করছেন যাতে তাদের থাকা খাওয়ার কোন অসুবিধা না হয়।

No comments