Breaking News

সোদপুর শিভম ডান্স গ্রুপের অনুষ্ঠানে উপস্থিত স্যান্ডি সাহা, মন্টি রায় সহ অনেকে

নিউজ অনলাইন: সোদপুরে শিভম ডান্স গ্রুপের উদ্যোগে আয়োজিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবছরও শিভম ডান্স গ্রুপ এর উদ্যোগে সোদপুরে আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন সোদপুর পৌরসভার পৌর প্রধান সহ একাধিক সমাজকর্মীরা। ঐদিন ওই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও সাংবাদিকদের সংবর্ধনা তুলে দেয় শিভম ডান্স গ্রুপ এর শিক্ষক সৌমেন সাহা। এছাড়া উপস্থিত ছিলেন ইউটিউব ফেমাস বিখ্যাত স্যান্ডি সাহা ও মন্টি রয় সহ মীরাক্কেলের কমেডি তারকা।

No comments

সোদপুর শিভম ডান্স গ্রুপের অনুষ্ঠানে উপস্থিত স্যান্ডি সাহা, মন্টি রায় সহ অনেকে

নিউজ অনলাইন: সোদপুরে শিভম ডান্স গ্রুপের উদ্যোগে আয়োজিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছরও শিভম ডান্স গ্রুপ এর উদ্যোগে সোদপুরে আয়োজ...