Recent comments

ads header

Breaking News

আয়লার স্মৃতিকে উসকে ধেয়ে আসছে "বুলবুল"


ঋত্বিক দাস, দক্ষিণ ২৪ পরগনা:-ক্রমশ শক্তি সঞ্চয় করেছে প্রচণ্ড গতিতে ‘বুলবুল'। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রায় ৯০কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
সম্ভবত আজ রাতেই সুন্দরবনের সাগরদ্বীপ,কাকদ্বীপ, নামখানা,পাথরপ্রতিমা, বকখালিতে, আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল।
স্থলভাগের প্রবেশের সময় সর্বোচ্চ গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার।কলকাতা থেকে ৩৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। সাগরদ্বীপ থেকে ২৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে বুলবুল। কাকদ্বীপ, নামখানা,পাথরপ্রতিমা, বকখালি সাগরদ্বীপে, রেড এলার্ট করা হয়েছে।।শুক্রবার রাত থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণ ২৪ পরগনা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। শনিবার সকালে আকাশ অন্ধকার। দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টি চলছে। কলকাতার উপর দিয়ে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড় বইবে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

No comments