Recent comments

ads header

Breaking News

এবার সরকারী স্বীকৃতি পেতে চলেছে ডিজিটাল মিডিয়া


নিউজ অনলাইন: এবার ভারতবর্ষে গণমাধ্যমের স্বীকৃতির বিষয়ে এক আমূল পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার, এমনটাই খবর বিশেষ সূত্রে। জানা গেছে আগামী শীতকালীন অধিবেশনেই পুরোনো পিআরবি আইনে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার। সূত্রের খবর প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন ভাষায় চলা বিভিন্ন ওয়েব পোর্টাল গুলোও এবার সরকারী স্বীকৃতি পেতে চলেছে, তবে সেক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম লাঘু করা হবে বলে সূত্রের খবর। তবে যাই হোক ভারতে যেভাবে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি ডিজিটাল মিডিয়াও সমান তালে এগিয়ে চলেছে, সেক্ষেত্রে এরকম স্বীকৃতি পেলে অবশ্যই সেটা লাভজনক হবে বলে মনে করা হচ্ছে। কারণ সরকারি স্বীকৃতি পেলে বিভিন্ন সরকারি বিজ্ঞাপনও পাবে ডিজিটাল মিডিয়া গুলো, এতে আরও কর্মসংস্থানও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

No comments