Recent comments

ads header

Breaking News

হাবড়ায় ডেঙ্গু জ্বরে মৃত্যু অষ্টম শ্রেণীর পড়ুয়ার


নিউজ অনলাইন: হাবড়ায় এবার ডেঙ্গুজ্বরের কবলে মৃত্যু হল এক কিশোরীর ।ঘটনাটি ঘটেছে হাবড়ার হাটথুবা এলাকায় । জানা গিয়েছে কামারথুবা এলাকার বাসিন্দা হলেও হাবড়ার এক নম্বর ওয়ার্ডের হাটথুবা এলাকায়  কয়েক মাস ধরে ভাড়া বাড়িতে থাকত । সেখানেই মঙ্গলবার জ্বরে আক্রান্ত হয়  মালা বিশ্বাস (14) এরপর মঙ্গলবার তাকে সন্ধ্যে নাগাদ নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ।রিপোর্টে ডেঙ্গু ধরা পরায় বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ভর্তি তাকে রেফার করা হয় বারাসাত জেলা হাসপাতালে ।শুক্রবার ভোরে তার মৃত্যু হয় । মালা হাবড়ার কামারথুবা নিবেদিতা বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পড়ুয়া ছিল ।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া । এলাকাবাসীর দাবী পুরসভা যদি মাস দুই আগেই তত্পর হয়ে ডেঙ্গু অভিযানে নামতো তাহলে  এই সমস্যায় পড়তে হতো না ।এমনটা মনে করছে মৃতের পরিবার ও এলাকাবাসী ।

No comments