Recent comments

ads header

Breaking News

অশোকনগরে স্কুল শিক্ষকের বাড়িতে বোমাবাজি


নিউজ অনলাইন: বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ   অশোকনগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে  কায়াডাঙ্গা আমতলার স্কুল মাস্টার রণজিৎ পাল এর বাড়িতে সমাজ বিরোধীরা বোমা মেরে পালিয়ে যায়। কি কারনে বোমাবাজি পরিবারের লোকজন বুঝতে পারছে না। ঘটনার পরে পরিবারের লোকজন খুবই আতঙ্কিত হয়ে পড়ে।

পরবর্তীতে অশোকনগর  থানাতে জানায়। এছাড়াও অশোকনগর ২ নম্বর ওয়ার্ডের কমিশনার কাম চেয়ারম্যান  প্রবোধ সরকার এর কাছে যায়।  বোমাবাজির ঘটনায় গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এই রকম সমাজ বিরোধী কার্যকলাপের জন্য সবাই আতঙ্কিত। ইন্দ্রজিৎ পাল জানায়, অশোকনগরের এক নাগরিক হিসাবে সকলের কাছে আবেদন রাখছি সকলে মিলে এর সঠিক প্রতিকার করার।

No comments