Recent comments

ads header

Breaking News

এসএসসি চাকরি প্রার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি, আটক বেশ কয়েকজন চাকরি প্রার্থী


নিউজ অনলাইন : দীর্ঘ ৬ মাস ধরে কোর্ট কেসের টালবাহানা করে আটকে রাখা হয়েছে,৮০৩ জনকে এম প্যানেল ও রেকমেনডেড ক্যান্ডিডেটের অতি দ্রুত কোর্ট কেস মিটিয়ে অবিলম্বে নিয়োগ পত্র দিতে হবে।


কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় মোট ১৬৯৩ ভ্যাকেন্সি থাকার পরও এর মধ্যে ৮৯০ জন চাকরি পায় এবং ৮০৩ জন বাকি থাকে। এই প্যানেলভুক্ত চাকরিপ্রার্থীরা আজ সকালে সল্টলেক আচার্য সদন এর সামনে জমায়েত করে সেখানে আমরণ অনশনে বসার কথা ছিল কিন্তু পুলিশ পারমিশন দেয়নি। সেই সময় পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয়। এরপর দুপুর বেলা একটার সময় তারা আবার সল্টলেক করুনাময়ী বাসস্ট্যান্ড এর পাশে জমায়েত শুরু করে সেখানে বসে পড়ে পুলিশ আবার সেখানে এসে বারবার উঠে যেতে বলে। তারা কথা না শুনে বাস্টান্ড এ বসে পড়ে।পুলিশ তুলতে গেলে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে। বাসস্ট্যান্ড এর বিভিন জায়গায় খুঁজে তাদের আটক করে।

No comments