ফের কাঁকিনাড়ায় বোমাবাজিতে কেঁপে উঠল এলাকা
নিজস্ব প্রতিনিধি: রোজ ভাটপাড়ায় বোমাবাজি লেগেই আছে দুই এক দিন বাদে বাদে। আজ চারটে দশ নাগাদ কাকিনাড়া দরবা লাইনে 12 নম্বর টিনা গোডাউন এলাকায় লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এই বোমার জেরে তিনজন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে অশান্তি বিশ্বাস, আকাশ বাসফোঁড় বয়স 18 ও কলাবতী দেবী এরা প্রত্যেকেই ভাটপাড়া এলাকার বাসিন্দা। প্রথমেই এদের ভাটপাড়া জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরে কল্যাণীর যে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। কি করে এত বোমা ভাটপাড়া আসছে তদন্ত শুরু করেছে পুলিশ।
No comments