Breaking News

জ্বরে মৃত্যু অব্যাহত হাবড়ায়, শনিবার রাতে ফের দুজনের মৃত্যু


নিউজ অনলাইন: হাবড়া ডহর থুবা ১ নং ওয়াডের বাসিন্দা সুমিত্রা সেনের ডেঙ্গু-জ্বর মৃত্যুা  শুক্রবার বিকালে হাবড়া হাসপাতালে ভর্তি হয় এর পর শনিবার বেলে ঘাটা আই ডি তে মৃত্যু হয়।
পাশাপাশি  অঙ্কিতা সিকদার (১৭) হাবড়া চৈতন্য কলেজে ইংরেজিতে অনার্স নিয়ে প্রথম বর্ষে পড়াশোনা করছিল। গত বুধবার কলেজ থেকে ফেরার সময় জ্বর জ্বর লাগছিল 
মৃতার বাবা অপুর্ব সিকদার পেশায় ব্যাঙ্ক কর্মী ভিন রাজ্যে কর্মরত অবস্থায় খবর পেয়ে বৃহস্পতিবার তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন। প্রাইভেট ডাক্তার দেখানো হয় ।শনিবার সকালে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছিল ছাত্রীর। ডাক্তারের প্রাথমিক শারীরিক লক্ষন দেখে মনে হয় ছাত্রীর শরীরে ডেঙ্গুর জীবানু রয়েছে বলে পরিবার কে জানায় ডাক্তার। অবশেষে শনিবার রাত আটাটা নাগাদ মৃত্যু হয় ছাত্রীর। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।

No comments