Recent comments

ads header

Breaking News

ভাটপাড়ায় পুলিশ ফাঁড়ির সামনে গুলিবিদ্ধ যুবক


নিজস্ব সংবাদদাতা : ভাটপাড়া পুলিশ ফাঁড়ির নাকের ডগায় গুলি বিদ্ধ যুবক।নাম সুরজ মন্ডল (22)। ভাটপাড়া পৌরসভার উল্টোদিকে ভাটপাড়া ফাঁড়ির পাশেই দাঁড়িয়ে ছিলো সুরজ।তখন দুস্কৃতিরা বাইকে চেপে এসে খুব কাছ থেকে  তাকে গুলি করে। গুলি লাগে তার পিঠে।তাকে আশংকাজনক জনক অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। তারপর সেখান থেকে আশংকাজনক অবস্থায় পাঠানো হয় কল্যানি জহরলাল নেহেরু হাস্পাতালে।সেখানে তার চিকিৎসা চলছে।তবে এই ঘটনায় আবার উত্তেজনা ছড়ালো ভাটপাড়ায়।

No comments