Recent comments

ads header

Breaking News

বসিরহাটে বন্দিরা জামিন পাচ্ছে না জামিনের দাবিতে জেলখানা গেটে ও আদালত চত্বরে বিক্ষোভ বন্দি পরিবারের লোকের


নিজস্ব সংবাদদাতা: বসিরহাট মহকুমা আদালতে বিচারপ্রার্থীরা বিচার না পাওয়ায় আসামিদের মুক্তির দাবিতে বসিরহাট সংশোধনাগার ও মহকুমা আদালতে ছাত্রের হাতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে বন্দীর পরিবারের লোকেরা বিক্ষোভ দেখাচ্ছেন।  অতিরিক্ত দায়রা আদালত  চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন। গত এপ্রিল মাসের 26 তারিখ থেকে হাওড়া হাওড়া আদালতে আইনজীবীদের ওপর পুলিশের লাঠিচার্জ। এর প্রতিবাদে রাজ্যে বেশ কিছু আদালতে আইনজীবীর কর্মবিরতি ডাক দেয়। তারপর থেকে আদালতের কাজ কম্ম প্রায় বিঘ্ন ঘটে ।মাঝে একদিন দুদিন খুলল তা আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ।এর ফলে বিচারপ্রার্থীরা বিচার পাচ্ছে না ।তারই প্রতিবাদে বন্দীর পরিবারের লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করে ।সোমবার সকাল থেকে বসিরহাট মহকুমা সংশোধনাগারের সামনে আবার কখনো বসিরহাট আদালত চত্বরে। এমনকি এজিএমের ঘরের গেটে তালা মেরে বিক্ষোভ শুরু করেছেন। তাদের দাবি তাদের বাড়ির লোকজন ঠিকমতো আইনি পরিষেবা পাচ্ছে না যার কারণে বাধ্য হয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। পাশাপাশি এ সি যে এম বিরুদ্ধে অভিযোগ আইনজীবিদের পরিকল্পিতভাবে বিচারক  আসামীকে জামিন অযোগ্য ধারায়  দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে এই অভিযোগে আইনজীবীরা  তুলেছে। 

No comments