Recent comments

ads header

Breaking News

কাটোয়ার রোণ্ডা ইয়ং ক্লাবের উদ্যোগে রবীন্দ্র -নজরুল জন্মজয়ন্তী পালন


গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া:পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত রোণ্ডা গ্ৰামের রোণ্ডা ইয়ং ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালিত হল  রবিবার সন্ধ্যায়।প্রথমে রবীন্দ্র-নজরুল ছবিতে মাল্য দান করা হয়। মাল্য দানের পর পঞ্চপ্রদীপ জ্বালানো হয়।  গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে কবিতা, গান, নৃত্য প্রভৃতি   অনুষ্ঠিত হয়। রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে কাটোয়া জাগরী সংস্কৃতি গোষ্ঠীর পক্ষ থেকে কবিতা, গান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ক্ষুদিরাম ঘোষ,, মহা বিষ্ণু শর্মা মণ্ডল, অমিত সর,  প্রদীপ সামন্ত, প্রশান্ত মণ্ডল, চাঁদুগোপাল ঘোষ, সিদ্ধার্থ ঘোষ, অরুপ কুমার ঘোষ সহ প্রমুখ। এই অনুষ্ঠানের  মঞ্চ থেকে রোণ্ডা ইয়ং ক্লাবের পক্ষ থেকে এই গ্রামের গরীব মেয়ে ছন্দা ঘোষ মাধ্যমিকে ভালো ফলাফল করার জন্য তাকে সংবর্ধনা  দেওয়া হয়।  এই অনুষ্ঠান দেখতে বাচ্ছা ছেলে মেয়ে ছাড়াও গ্ৰামবাসীরা ভিড় জমায়।

No comments